বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশের সর্বোচ্চ পদক পেলেন কনস্টেবল তানভীর আহমেদ

By মেহেরপুর নিউজ

February 27, 2024

মেহেরপুর নিউজ:

পুলিশে কর্মরত অবস্থায় অসীম সাহসীতার সাথে কাজ করাই পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (অসীম সাহসী) পেলেন মেহেরপুর পুলিশের কনস্টেবল তানভীর আহমেদ।

তানভীর আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসাবে কর্মরত রয়েছেন। মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের দ্বারা গুরুতর আহত হওয়ায় সম্মান সূচক বিপিএম পদকে ভূষিত হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানভীর আহমেদকে পদক পরিয়ে দেন। বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে গত ১ ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। ৬০ জনকে রাষ্ট্রপতি পদক( পিপিএম)। এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা)। এবং ২১০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) পদকে ভূষিত করে গত ২২শে ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।