শিক্ষা ও সংস্কৃতি

পে স্কেল ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস না দিলে আন্দোলনের হুমকি শিক্ষক নেতাদের

By মেহেরপুর নিউজ

August 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ আগষ্ট: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ স্বয়ংক্রিয়ভাবে পে-স্কেল প্রদান ও ঈদের পূর্বেই স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবী করেছেন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর অথচ তারাই সবচেয়ে বেশী অবহেলিত। বেসরকারী শিক্ষক কর্মচারীরা ১৯৮০ সাল থেকে জাতীয় বেতন স্কেলের অর্ন্তভ’ক্ত। ফলে এ পর্যন্ত দেশে যতগুলো পে-স্কেল দেয়া হয়েছে প্রতিবারই শিক্ষকরা পেয়েছে। অতচ সরকার এবার শি ক্ষকদের পে-স্কেলে অন্তর্ভূক্ত না কওে বিমতাসূলভ আচরন করছে। নেতুবৃন্দ আসন্ন ঈদ-ঊল – আযহার পুর্বেই এমপিওভ’ক্ত সকল শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের জোর দাবী জানান। নেতৃবৃন্দ বলেন বিগত সরকার ২০০৪ সালে শিক্ষক কর্মচারীদের যথাক্রমে ২৫% ও ৫০% উৎসব ভাতা দিয়েছিলেন।বর্তমানে একজন গ্রাজুয়েট/ মাষ্টার্স ডিগ্রিধারী শিক্ষকের উৎসব ভাতার পরিমান মাত্র দুই হাজার টাকা । যা একটি পরিবারের পক্ষে ঈদের নূন্যতম ব্যয় নির্বাহ করা সম্ভব নয় এরপর প্রায় একযুগ অতিক্রন্ত হলেও শিক্ষকদের উৎসব ভাতা বাড়েনি । এটি দূঃখজনক। মঙ্গলবার এক বিবৃতি শিক্ষক নেতারা এ আন্দোলনের হুমকি দেন। বিবৃতেতি স্বাক্ষরকারী নেতৃবন্দরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আঃ রাজ্জাক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির সভাপতি প্রিন্সিপাল সামছুল হক জোটনেতা অধ্যাপক আলমগীর হোসেন ও অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, কর্মচারী ফেডারেশনের সভাপতি কামারুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ জাকির হোসেন।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ জাকির হোসেন বলেন, দেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক অতন্ত মানবেতর জীবন যাপন করছে তাদের জীবন মান বাড়ানোর কোন উদ্যোগ সরকার নেইনি এমতাবস্থ্য়া শিক্ষকদের রাজপথে নামার কোন বিকল্প নেই। তিনি বলেন দেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন তাদেও ন্যায়সংগত দাবী-দাওয়া নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। নেতৃবৃন্দ বলেন সরকারযদি শিক্ষকদেও রাজপথের দিকে ঠেলে দেয় আর এর ফলে শিক্ষার যে ক্ষতি হবে তার সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে