বর্তমান পরিপ্রেক্ষিত

পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন গাংনীর টিক্কা বিশ্বাস

By মেহেরপুর নিউজ

November 25, 2021

 গাংনী প্রতিনিধি :

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মেহেরপুরের গাংনী পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস। বৃহস্পতিবার খুলনায় এ এ্যাসােসিয়েশন গঠিত হয়।

এদিকে জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস এ্যাসােসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ পাওয়ার তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ টিক্কা বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন।