বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর কলেজের শিক্ষা সফরের গাড়িবহরে ডাকাতি :: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 08, 2017

মেহেরপুর নিউজ,০৮ মার্চ: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দিতে পৌর কলেজের শিক্ষা সফরের গাড়িবহরে ডাকাতির ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী, সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কাথুলী সড়কে পৌর কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপাধাক্ষ মহাসিন আলী, প্রভাষক সোহরাভ উদ্দিন, আলিব উদ্দিন, আজাদ আলী, আহসানুল হক, মাজহারুল ইসলাম, শামিম বশির, খুরশিদা খাতুন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী, ছাত্রলীগ নেতা বুলবুল হোসেন, শাকিল হোসেন, তহিবুল ইসলামসহ কলেজের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। এসময় তারা উভয় পাশের সড়ক অবরোধ করে রাখেন। পরে শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

অধ্যক্ষ একরামুল আযীম তার বক্তব্যে বলেন, শিক্ষা সফরের গাড়িতে গণডাকাতি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ধরণের একটি সভ্যসমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে এ ধরণের ঘটনা আরো বাড়তে থাতবে। অচিরেই ওই হামলাকারীদের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি। জানা গেছে, গত সোমবার ভোর রাতে মেহেরপুর পৌর কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নঁওগা থেকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে পৌছালে সড়কে গাছির গুড়ি ফেলে গাড়ি বহরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আইয়ুব আলির ছেলে শাহজামাল, আকুবপুর গ্রামের ইসলামের ছেলে জিনারুল,আব্দুল মান্নানের ছেলে চঞ্চল ও একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এর ছেলে মিন্টু এই চারজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডাকাতির সাথে জড়িত মূল চারজনকে আটক করা হয়েছে। তাদের ৭দিন করে রিমান্ডের আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।