বর্তমান পরিপ্রেক্ষিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

May 29, 2023

মেহেরপুর নিউজ:

দৈনিক মেহেরপুর প্রতিদিনের ২৯ মে প্রথম পাতায় (২, ৩, ৪ ও ৫ নং) কলামে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের  “মেহেরপুরের টেঙরামারিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরা। তিনি বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। নিরাপরাধ ব্যক্তির ওপর যেকোন অপবাদ দেওয়া অত্যন্ত জঘন্য অপরাধ। এটি সামাজিক শৃঙ্খলা নষ্ট করে। মানুষের মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি করে। কখনও কখনও এর সূত্র ধরে বড় ধরনের ঝামেলার সৃষ্টি হয়।

সংবাদে উল্লেখিত ভেতরের একটি অংশে বলা হয়েছে ‘নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় জনগণ জানান তিন নম্বর ইট দিয়ে রাস্তা তৈরি করাই গ্রামের একজন সেনাসদস্য প্রতিবাদ করতে গেলে তারই চাচা সম্পর্কিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী ও তার ছেলে হীরা তার উপর চড়াও হয়।’

তিনি মোবাইল ফোনে বলেন, রুস্তম আলী ও তার ছেলে হিরা আমার উপর চড়াও হয়নি। আমি এই ধরনের কথা কোন সাংবাদিককে বলিনি। সংবাদে যা বলা হয়েছে এটা মিথ্যা।

এদিকে হিরা বলেন, আমার বাবা হাজী রুস্তম আলী মাস্টার একজন প্রবীণ ও সমাজে সম্মানীয় ব্যক্তি তাছাড়া আমিও সমাজে সম্মানের সাথে চলাফেরা করি আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অত্যন্ত দুঃখজনক ও মানহানীকর। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে এবং আমার বাবাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাদের ক্ষতি করার জন্য। উল্লেখিত সংবাদে আমার ও আমার বাবার ভাবমূর্তি ক্ষুন্ন করতে পত্রিকাটিতে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। আমি এবং আমার বাবা প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমার প্রশ্ন  এই সেনা সদস্যের নাম আব্দুস সবুর ডাবলু। তিনি সৈয়দপুরে চাকরী করেন। অবকাশকালীণ ছুটিতে তিনি বাড়ি এসেছেন। তিনি এধরনের কোন সরকারি ও সামাজিক কাজে বাধা প্রদান করতে পারেন কি না।

 

 

মোঃ আতিয়ার রহমান হিরা

১নং যুগ্ম সাধারণ সম্পাদক

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগ

সদর উপজেলা, মেহেরপুর।