বর্তমান পরিপ্রেক্ষিত

প্রচন্ড শীতে মেহেরপুরে জনজীবন অতিষ্ট

By মেহেরপুর নিউজ

January 17, 2024

মেহেরপুর নিউজ:

প্রচন্ড শীতে মেহেরপুরে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। শিশু থেকে শুরু করে নারী, বৃদ্ধ, আবাল বনিতা শীতে জবুথবু মেরে গেছে। ঋতু অনুযায়ী শীতের মাঝামাঝি। এরই মাঝে গত কয়দিন যাবত মেহেরপুরের আকাশে ঘন কুয়াশায় আবৃত হয়ে থাকছে।

বুধবার সকাল থেকে দিনের কোন সময় সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে। মানুষের পাশাপাশি পশুপাখি ও প্রচন্ড শীতে জবুথবু মেরে গেছে।প্রচন্ড শীতের কারণে মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম।

রাস্তাঘাটে মানুষজন চলেছে কম, বিশেষ করে সন্ধ্যার পরে মানুষজন বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে বের হয়নি। দিনের বিভিন্ন সময়ে মেহেরপুরে বিভিন্ন সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণ করতে দেখা গেছে। আবহাওয়াবিদদের মতে আজ রাতে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি ও হতে পারে। মেহেরপুর জেলায় যে প্রবাদ রয়েছে ” মাঘের শীতে মোষের সিং কাঁপে ” সেই প্রবাদ বাক্যটি যেন মাঘ মাসে জানান দিয়ে যাচ্ছে। মাঘ মাসের শুরু থেকেই শীত যেন জেঁকে বসেছে। এর মাঝে একদিন সারাদেশে মেহেরপুরে সর্বনিম্নতি তাপমাত্রা বয়ে গেছে।