মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ফেব্রুয়ারী: বুকের মাঝে জ্বলছে আগুন,প্রানে প্রানে ছড়িয়ে দাও” দাবী একটাই কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই-এই স্লোগানে প্রজন্ম শাহবাগ ঘোষীত কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরে ৩ মিনিট নিরবতা পালন ও অবস্থান মিছিল করেছে প্রজন্ম মুজিবনগর। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন,
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু,এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুস সালাম, মাহবুবুল হক মন্টু,সাজ্জাদুল আলম,নিশান সাবের,শাশ্বত নিপ্পন,মাহবুব চান্দু,শামিম জাহাঙ্গির সেন্টু,অধ্যাপক সাইদুর রহমান, বুলবুল হোসেন প্রমুখ। অবস্থান মিছিল চলাকালে বিকাল ৪টা থেকে ৪টা ৩ মিনটি পর্যন্ত সেখানে নিরবতা পালন করা হয়।