ধর্ম

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা

By মেহেরপুর নিউজ

October 24, 2023

মেহেরপুর নিউজ:

বিজয়া দশমীর মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। মেহেরপুরে অশ্রুসিক্ত নয়নে চলছে প্রতিমা বিসর্জন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি মন্দির, হরিসভা মন্দির,বকুলতলা পূজা মন্দির, হরিজন বালক পূজা মন্দির, সদর উপজেলার গোভীপুর বায়পাড়া দূর্গা মন্ডপ, গোভীপুর দাসপাড়া দূর্গা পূজা,বামনপাড়া সর্বজনীন কালী মন্দির, পিরোজপুর দূর্গা মন্দির, পিরোজপুর কালীমাতা দাসপাড়া মন্দির,মুজিবনগর উপজেলার মহাজনপুর সার্বজনীন দূর্গা মন্দির, বাবুপুর সার্বজনীন দূর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দূর্গা মন্দির, মোনাখালী পূজা মন্ডপ, রতনপুর দাসপাড়া পূজা মন্ডপ, বল্লভপুর পূজা মন্ডপ, এবং দারিয়াপুর পূজা মন্ডপ মেহেরপুর ভৈরব নদে বিসর্জন দেয়া হয়।

সূর্যাস্তের সাথে সাথে এ সকল পূজা মন্ডপের প্রতিমা গুলো ভৈরব নদের বিভিন্ন অংশে বিসর্জন দেয়া হয়।প্রতিমা বিসর্জনের সময় ভৈরব নদের দুপাড়ে শত শত মানুষ সমবেত হয়। এর আগে দুপুরের পর থেকে মেহেরপুর শহরের শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি মন্দির, হরিসভা মন্দির,বকুলতলা পূজা মন্দির, হরিজন বালক পূজা মন্দিরের প্রতিমা গুলো নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। ঢাকের তালে তালে নেচে গেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন শোভাযাত্রা অংশগ্রহণ করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে এর আগে বিজয়া দশমী উপলক্ষে জেলার সকল মন্দিরে পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ করা হয়।