বর্তমান পরিপ্রেক্ষিত

প্রত্যুষ যুব সংঘের উদ্যোগে রাস্তার পাশে তালবীজ বপন

By মেহেরপুর নিউজ

November 08, 2022

 এসআই বাবু, বারাদীঃ 

মেহেরপুর সদর পিরোজপুর ইউনিয়নের গহরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যুষ যুব সংঘের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য রাস্তার দুই ধারে তালবীজ বপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গহরপুর টু রঘুনাথপুর সড়কের দুই পাশে ২০০ টি তালবীজ বপন করা হয়। সংগঠনের সভাপতি ইতালি প্রবাসী শরিফুল ইসলাম টগরের উপস্থিতিতে অনান্য সদস্যদের নিয়ে তালবীজ বপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুয়েল রানা, এজাজ আহমেদ, সোহানুর রহমান, নাইমুর রহমান, সাইদ, সাগর, রানা, বিপুল, রাসেল, রাফাত, রোকন, সৌরভ।

এসময় শরিফুল ইসলাম টগর বলেন, স্বেচ্ছাশ্রমে সংগঠনের পক্ষ থেকে আমরা রাস্তার দুই ধারে তালগাছ রোপন, টিউবওয়েল স্থাপন, রাস্তা সংস্করণ, ব্লাড ডোনেট ইত্যাদি সমাজের উন্নয়ন মূলক কাজ করে থাকি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য তালগাছ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ২০১৬ সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করে। তারই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে আমরা বৃক্ষ রোপন শুরু করি এবং এ পর্যন্ত ২৫০০ টি বীজ বপন করতে সক্ষম হয়েছি।