জাতীয় আইনগত দিবসের বিশেষ প্রতিবেদন:
মো: রবিউল হাসান: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ নিশ্চয়তা দিয়েছে, প্রত্যেক ব্যাক্তিই আইনের দৃষ্টিতে সমান এবং প্রত্যেকেই আইনের সম আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের ৩৩(১) অনুচ্ছেদ কোন ব্যাক্তিকে গ্রেফতারের কারন না জানিয়ে এবং তাকে আইনজীবী নিযুক্ত করার এবং তার সাথে পরামর্শ করতে না দিয়ে তাকে আটক রাখা যাবে না মর্মেও নিশ্চয়তা দেয়। সংবিধানের এই নিশ্চয়তা সত্তে¡ও বাংলাদেশের বিপুল জনগোষ্ঠি দারিদ্রতার কারনে আইনি সহায়তা হতে বঞ্চিত হচ্ছেন। এই বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ পাশ করে। উক্ত আইনের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র সৃষ্টি হয় এবং জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে আইন সহায়তা প্রদানের নিমিত্তে কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটি আর্থিকভাবে অস্বচ্ছল এবং দুঃস্থদের সরকারীভাবে সহায়তা করার নিমিত্তে কাজ করে যাচ্ছে। সরকারিভাবে আইন সহায়তা প্রচলনের কার্যক্রমকে জোরালো করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রত্যেক জেলায় একটি করে লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। সরকারি আইন সহায়তা কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভর করে উক্তরূপ কার্যক্রমের বিষয়ে ব্যাপক প্রচারনা ও জনমত সৃষ্টির উপর। দেশের অধিকাংশ নিরক্ষর জনগোষ্ঠী তাদের অধিকার লংঘন বিষয়ে সচেতন নয়। এজন্য দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা প্রদানের বিষয়ে সচেতন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিগত ২৯/০১/২০১৩ খ্রিঃ তারিখে মন্ত্রিসভার বৈঠকে সরকার ”আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” কার্যকরের তারিখ অর্থাৎ ২৮ এপ্রিল কে ’জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেছে। রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল লোকদের আইনি সহায়তা দেয় এই জন্য যাতে সবার জন্য বিচারের সমান সুযোগ লাভের অধিকার সৃষ্টি হয়। আমাদের দেশেও বর্তমান সরকার এ লক্ষ্যে মুল আইনের আলোকে ২০১১ সালে বিধিমালার সৃষ্টি করে আইনি সহায়তাকে আরো সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। দিবস পালনের উদ্দেশ্যঃ জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের মুল উদ্দেশ্য নিন্মরূপ; ১.সরকারী আইনি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা; ২.দরিদ্র ও অসহায় জনগনের ন্যায়বিচারে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করা; ৩.জনগনকে আইনগত অধিকার বিষয়ে সচেতন করা; ৪.সরকারি আইন সহায়তা কার্যক্রম আরো কার্যকর, বিস্তৃত ও শক্তিশালী করা; ৫.সরকারি ও বেসরকারি সেচ্ছাসেবী সংস্থার(এনজিও)যৌথ উদ্যোগের মাধ্যমে আইন সহায়তা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকরী করা জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৫ এর প্রতিপাদ্য বিষয়ঃ চলতি বছর আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিস্পত্তি) বিধিমালা, ২০১৫ প্রণয়নের ফলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তির একটি নতুন ক্ষেত্রে তৈরি হয়েছে। মামলা জট দূরীভুত করে আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিস্পত্তির জন্য এটি একটি অসাধারণ উদ্যোগ। এ প্রেক্ষিতে ২০১৫ সালের জাতীয় আইনগত সহায়তা দিবস এর প্রতিপাদ্য সরকার নির্ধারন করেছেঃ ”সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার।”
জাতীয় আইনগত সহায়তা দিবস-প্রেক্ষিত মেহেরপুরঃ সারা দেশের অন্যান্য জেলার ন্যায় মেহেরপুর জেলাতেও প্রতি বৎসর মহা সমারোহে ২৮ এপ্রিল দিবসটি পালিত হচ্ছে। ২০১৩ সাল থেকে শুরু করে ২০১৪ এবং ২০১৫ পর পর এই তিন বৎসর ধারাবাহিকভাবে দিবসটি উদযাপন উপলক্ষ্যে মেহেরপুর জেলা কমিটির পক্ষ থেকে সুসজ্জিত র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। আইনজীবী সমিতি মেহেরপুর, স্থানীয় বেসরকারি সংস্থা, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতি, ব্র্যাক, মা ও মনি কল্যান সংস্থা, খান ফাইন্ডেশন, দারিদ্র বিমোচন সংস্থা(ডিবিএস) প্রতি বৎসর এই দিবসটি পালনে সহায়তা করে থাকে। জেলা কমিটি নিয়মিত মাসিক মিটিংয়ে আইন সহায়তার সরকারী কার্যক্রমকে তদারকি করে থাকে। জেলা আইনজীবী সমিতি, মেহেরপুর সহ মেহেরপুরের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ একযোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমকে বেগবান করেছে। ইতোমধ্যে উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির কার্যাবলীও পরিচালিত হচ্ছে এবং জেলা কমিটির তরফ থেকে উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির কার্যাবলী পরিদর্শনের জন্য শীঘ্রই উদ্যোগ নেয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আইনি সহায়তা সরকারিভাবে প্রদানের বিষয়টি এখনও তেমন পরিচিতি লাভ করেনি। এ কারনে অদ্য কমিটির আলোচনা সভায় ব্যাপক প্রচারের বিষয়ে করণীয় সম্পর্কে সম্মানিত আলোচক মহোদয়গন মুল্যবান পরামর্শ প্রদান করবেন। উপসংহারঃ অদ্যকার সভায় আইনগত সহায়তা দিবস উদযাপনে সকলের সহযোগিতায় দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য আপনাদের সবার সহযোগিতা কাম্য। অদ্যকার সভায় আপনাদের মুল্যবান বক্তব্য আমাদের এই দিবস পালন এবং পরবর্তী করণীয় নির্ধারণে সহায়ক হবে। লেখক পরিচিতি: মো: রবিউল হাসান, সভাপতি, জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ, মেহেরপুর।