শিক্ষা ও সংস্কৃতি

প্রথম আলো-বন্ধুসভা বিবেকের কাজ করলো – – – মেহেরপুর পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

February 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ ফেব্রুয়ারি: “খালি পায়ে উঠুন”- প্রথম আলো বন্ধুসভা, পাথরে খোদায় করা এই সতর্ক ফলক আজ বৃহস্পতিবার মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উম্মোচন করা হয়। পৌর মেয়র মুতাছিম বিল্লাহ এই ফলক উম্মোচন করেন । অনুষ্ঠানে তিনি বলেন- শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা নাগরিকদের বিবেকের বিষয়। কিন্তু সেই বিবেকবোধ এখনও জাগ্রত না হওয়ায় প্রথম আলো-বন্ধুসভা এই সতর্ক ফলক করে নাগরিককের বিবেক হিসাবে ভূমিকা রাখলো। এই সময় প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য, মেহেরপুর সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নুরুল আহমেদ, বন্ধুসভার উপদেষ্টা মোস্তাকুর রহমান তুষার, এসএম রেজাউল হুদা, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, বন্ধুসভার সভাপতি নাছিম হায়দার, সাধারণ সম্পাদক তাসফিক উজ্জামান, বন্ধুসভার সদস্য সোহাগ, জনি, মেধা, ঝুমুর, রিপন, মিয়ারুল, মুজাহিদ সহ অনেকেই। এক যুগ আগে মেহেরপুর পৌরসভার অর্থায়নে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান করা হলেও সেখানে এই সতর্ক ফলক ছিল না। ফলে, অনেকেই অজ্ঞতাবশত: শহীদ মিনারে উঠতে গিয়ে তার পবিত্রতা রক্ষা করতেন না। তাই প্রথম আলো বন্ধুসভা শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় এই ফলক উম্মোচনের উদ্যোগ নেয়।