বর্তমান পরিপ্রেক্ষিত

প্রথম আলো বন্ধুসভা মেহেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

By মেহেরপুর নিউজ

July 15, 2023

মেহেরপুর নিউজ:

গাছ আমাদের পরম বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প অন্য কিছু নাই। সেই লক্ষ্যে মেহেরপুর প্রথম আলো বন্ধুসভা বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী পালন।

শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচী পালিত হয়। বন্ধুসভার সভাপতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক তানিয়া হক উপস্থিত থেকে বৃক্ষরোপ ও চারা বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ, সরকারি কলেজের সহকারি অধ্যাপক বশির আহমেদ, সদস্য লিখন, রিয়াজুল, ফয়সাল, রবিন, ফারুখ প্রমুখ উপস্থিত ছিলেন।