খেলাধুলা

প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় মেহেরপুর চাঁদবিল শেরে বাংলা ক্লার ও আমঝুপি ক্রীড়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

March 20, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লার ও আমঝুপি ক্রীড়া একাদশ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২ উইকেটে বামনপাড়া বটতলা একাদেশকে ও আমঝুপি ক্রীড়া একাদশ ৭ উইকেটে যাদবপুর তর“র ক্রীড়া চক্রকে পরাজিত করে। এদিন মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া বটতলা একাদশ ২০ ওভারে ৮১ রান করে সবাই আউট হয়ে যায়। নির্মল চাঁদবিল  শেরে বাংলা ক্লাবের পক্ষে ৩ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে শেরে বাংলা ক্লাব ৮ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দিনের অপর খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সদর উপজেলার তর“ন ক্রীড়া চক্র ২৮ ওভার ৩ বলে ১২৩ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে আমঝুপি ক্রীড়া একাদশ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।