টপ নিউজ

প্রথম বিভাগ ফুটবল লীগে শেষ ৮ এ মেহেরপুর সৌখিন যুব সংঘ

By মেহেরপুর নিউজ

March 23, 2021

শেষ ৮-এ খেলতে হলে  ড্র করতে হবে মেহেরপুর সৌখিন যুব সংঘকে। পাশাপাশি জয়ের কোনো বিকল্প ছিল না চিৎলা জাগরণী ক্লাবের সামনে। খেলার শুরু থেকেই দুই দলই সমানতালে লড়তে থাকে। খেলার ১৭ মিনিটের মাথায় সৌখিন যুব সংঘের সুরুজ নিজেদের ডি-বক্সে থেকে হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দিলে উল্লাসে ফেটে পড়ে চিত্রা জাগরণী ক্লাব এর সমর্থকরা।

আত্মঘাতী গোলে সুবাদে ১-০ গোলে এগিয়ে থাকে চিৎলা জাগরণী ক্লাব। প্রথমার্ধেের শেষদিকে চিৎলার একটি আক্রমণ প্রতিহত করতে বল পাঠিয়ে দেয়া হয় মাঠের বাইরে, এসময়ে রেফারি চিৎলার একজন খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদর্শন করেন, এদিকে রেফারি খেলা শুরুর বাঁশি দেওয়ার পূর্বেই হলুদকার্ডধারীর নাম লেখার সময় চিৎলার একজন হেড করে বল পাঠিয়ে দেয় জালে। এসময় উভয় দলের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় চিৎলা দাবি করে গোল, সৌখিন দাবি করে গোল বাতিলের। রেফারি আলমগীর হোসেন লালটু তার ব্যাখ্যা দেন। এ সময় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর কর্তৃপক্ষের উদ্যোগে খেলা শুরু হয়।

প্রথমার্ধে আত্মঘাতীর মাধ্যমে হওয়া গোলের সুবাদে এগিয়ে থাকা চিৎলা জাগরণী এবং সৌখিন যুবসংঘ দ্বিতীয়ার্ধ শুরু করে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পর থেকেই খেলায় সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে সৌখিন যুব সংঘ, গোলের সুযোগও পায় একাধিক।

কিন্তু শেষ পর্যন্ত সাব্বির দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের সময় প্রতিপক্ষের ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে চিৎলার গোলরক্ষক সাগর কে বোকা বানিয়ে গোল করে খেলায় সমতায় ফেরে সৌখিন যুব সংঘ। খেলায় সমতা ফেরানোর পর আরও চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত ড্র করেই শেষ আটে পৌঁছে যায় সৌখিন যুব সংঘ।

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে মঙ্গলবার লীগ পর্বের শেষ খেলা ১-১ গোলে ড্র হওয়ায় সৌখিন যুব সংঘ ৩ খেলা থেকে ১ জয়,২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছে যায়। সমান সংখ্যক খেলায় চিৎলা জাগরণী একটি জয় একটি পরাজিত ও একটি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল।