খেলাধুলা

প্রথম বিভাগ ভলিবল লীগে আশরাফপুর জনকল্যান ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ,মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম পর্বের শেষ খেলায় আশরাফপুর জনকল্যান ক্লাব ২৫-৫,২৫-৩ সেটে মেহেরপুর ব্রাইট স্টার ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু ও একে আজাদ টিটু। সহযোগিতা করেন ফারহা হোসেন লিটন ।