খেলাধুলা

প্রথম বিভাগ ভলিবল লীগে রাজনগর গোল্ডেন ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ,মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর  প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গোল্ডেন ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় রাজনগর গোল্ডেন ক্লাব ২৫-৪,২৫-৮ সেটে স্বাধীন বাংলা ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন একে আজাদ টিটু, কামাল হোসেন মিন্টু। সহযোগিতা করেন মোহাম্মদ আশিক।