ইতিহাস ও ঐতিহ্য

প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য হামিদুল হক গুরতর অসুস্থ

By মেহেরপুর নিউজ

August 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ আগষ্ট: স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য মুক্তিযোদ্ধা হামিদুল হক গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছে পরিবার। হামিদুল হকের পুত্রবধু শ্যামলী খাতুন জানান, বুধবার দুপুরের দিকে হঠাৎ করে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রথমে এক পল্লী চিকিৎসকের মাধ্যমে স্যালইন দেওয়া হয়। এর পরও সুস্থ না হলেও রাত সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেও ডাক্তাররা (চিকিৎসক) শরীরে স্যালইন পুশ করেন। কিছুক্ষন পর অবস্থা ভালো না হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ( আর এমও) সাইফুর রহমান জানান, মুক্তিযোদ্ধা ও গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন ডায়রিয়ার চিকিৎসা শুরু করলেও তিনি হঠাৎ কথা বলা বন্ধ করে দেন। লক্ষন দেখে মনে হয়েছে তিনি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। সেকারণেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানোর জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, আনসার সদস্য ও মুক্তিযোদ্ধা হামিদুল হকসহ ১২ জন আনছার সদস্য ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবগর (তৎকালীন বৈদ্যনাথতলা) আম্কাননে প্রথম সরকারের শপখ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করেছিলেন।