শিক্ষা ও সংস্কৃতি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গাংনী কলেজের শিক্ষক কর্মচারীদের আনন্দ র‌্যালি

By মেহেরপুর নিউজ

May 30, 2016

মেহেরপুর নিউজ, ৩০ মে: মেহেরপুরের গাংনী ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় গাংনী সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা এ আয়োজন করেন। আনন্দ র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,গাংনী পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আহম্মেদ আলী। এমপি মকবুল হোসেন ও কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি বিরাট আনন্দ র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে এসে একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে মিষ্টি বিতরণ কর্মসূচির সুচনা করা হয়। পরে অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৮৩ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ গাংনী ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ৩৩ বছর পর গত ২৩ মে কলেজটিকে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।  কলেজটি জাতীয় করণের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরী হওয়ায় অভিনন্দন জানানোর জন্য এ র‌্যালি প্রদক্ষিণ করা হয়।