বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর নানা আয়োজন

By মেহেরপুর নিউজ

September 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি পি পল্লব ভট্টাচার্য।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন।

এদিকে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।