টপ নিউজ

প্রধানমন্ত্রী জন্যই আমরা আপনাদের সহযোগিতা করতে পারছি- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

October 19, 2019

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার থিরোসিস, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমস্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। গণতন্ত্র বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬২ জন রোগীর মাঝে ৩১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি। কেননা প্রধানমন্ত্রী জন্যই আমরা আপনাদের সহযোগিতা করতে পারছি। তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী কারণে আমরা সাড়ে ৪ কোটি টাকার ওষুধ আনতে পেরেছি। আজকে বছরের প্রথম মাসেই বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে, আজকে আমাদের গড় আয়ু বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে,  আজকে আপনারা অসুস্থ হয়েছেন সরকার আপনাদের কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো মাসুদুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এছাড়াও আরো ১৬ জনকে চিকিৎসা বাবদ সমাজসেবা চেক প্রদান করে।