বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধানমন্ত্রী মেহেরপুর পৌরসভার জন্য মেগা প্রজেক্ট দিয়েছেন– পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

April 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই সড়কের অবস্থা খুবই করুন। এই রাস্তাটি সংস্কার করার জন্য এই এলাকার মানুষজন আমার কাছে অসহায়ের মত আকুতি করেছে। তাদের দেখে আমার খুব মায়া হয়েছে। তিনি বলেন, অবহেলিতের জনপদের উন্নয়নের জন্য আমি কাজ শুরু করেছি। এখানকার রাস্তা এবং ড্রেন হবে অত্যন্ত উন্নত মানের।

রিটন বলেন, আপনাদের কষ্ট দুর্ভোগ কেটে যাবার জন্যই এই সড়ক সংস্কার কাজ শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুতি জানাতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই আকুতি, কান্নার কথা শুনেছেন। এবং মেহেরপুরের উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন।

পৌরমেয়র মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার জন্য মেগা প্রজেক্ট দিয়েছেন। সেই মেগা প্রজেক্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মেহেরপুর নতুনপাড়া সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন, দীর্ঘদিনের অবহেলিত এই সড়ক ও ড্রেনের কাজ হবে অনেক উন্নতমানের।যে ড্রেনটি শত বছরের নষ্ট হবে না।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, শফিক উদ্দিন মাস্টার, মদন আলী প্রমূখ। পরে পৌর মেয়র মাটিতে কোপ দিয়ে মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।