টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা ভিডিও কনফারেন্সে

By মেহেরপুর নিউজ

February 12, 2020

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা ভিডিও কনফারেন্সে কথা বললেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এবং পিপি পল্লব ভট্টাচার্য।

বুধবার বেলা ১১ টার দিকে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে বিদ্যুৎ বিভাগের আওতাধীন নির্মাণ সমাপ্ত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ২৩ উপজেলায় ৭ জেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী, বাগেরহাট, সুনামগঞ্জ এর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে কথা বলেন, পরে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যের সাথে কথা বলার জন্য অনুরোধ জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লব ভট্টাচার্যের কথা বলেন।

পল্লব ভট্টাচার্য্য প্রায় ৩ মিনিট যাবত প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় আগামী এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে মেহেরপুরে আমন্ত্রণ জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যজ্জল ভাবে পিপির কথা শোনেন। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুল কবির মেলন,পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন