বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে গাংনীর ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন

By মেহেরপুর নিউজ

August 29, 2016

মেহেরপুর নিউজ, ২৯ আগষ্ট: দুই মাসের বেতন ও ঈদ বোনাস বিলে স্বাক্ষর না করা, বহি:স্কৃত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে স্কুলের দায়িত্ব বুঝে না দেয়াসহ নানা অনিয়মের প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার থেকে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচী পালন করছেন। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে খেলাধুলা করে বাড়ি ফিরে যাচ্ছে। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত কোন ক্লাসে অংশ নেবেনা বলেও হুশিয়ারী দিয়েছেন শিক্ষকরা। সোমবার জেলা শিক্ষা কর্মকর্তা তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলেও তারা ক্লাস বর্জন কর্মসূচী অব্যহত রেখেছেন। শিক্ষকরা জানান, দুর্ণীতি ও স্কুলের অর্থ আত্মসাত সহ নানা অনিয়মের অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক মশিউর রহমান অন্তত ৪ বার বহিস্কৃত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশারের ইন্ধনে প্রধান শিক্ষক মশিউর রহমান একের পর এক অনিয়ম ও দূর্নীতি করে পার পেয়ে যাচ্ছেন বলে তারা অভিযোগ করেন। তারা আরো জানান, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশ মোতাবেক সহকারী প্রধান শিক্ষককের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করলে তাদের বেতন বোনাস বিলে সাক্ষর হত। ফলে বেতন ও বোনাস বিলে স্বাক্ষর না হওয়ায় ঈদের আগে বেতন ভাতা হওয়া না হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। এসব কারনে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। আরো বলেন, গত ফেব্রুয়ারী মাসে স্কুলে অফিস সহকারী পদে নতুন একজস যোগদান করেছেন। গত মাসে তার নতুন বেতন হয়েছে। তিনিও বেতন পাননি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম জানান, গত ১৩ আগষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। প্রধান শিক্ষক ক্ষমতার দাপট দেখিয়ে তাকে এখন পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেননি। দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় এবং প্রধান শিক্ষক বহি:স্কৃত থাকায় শিক্ষকদের গত জুলাই ও চলতি আগষ্ট মাসের বেতন ও ঈদ বোনাস বিলে স্বাক্ষর করা সম্ভব হয়নি। ফলে শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস পাওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এর প্রতিবাদে শিক্ষকরা রবিবার থেকে ক্লাস নেয়া থেকে বিরত রয়েছেন। শিক্ষকদের ক্লাস নেয়ার অনুরোধ জানালে তার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলে তিনি জানান। সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম আরো বলেন, গত ২৪ মে স্কুল ম্যানেজিং কমিটির নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সদস্যরা প্রধান শিক্ষক মশিউর রহমানের সমর্থিত না হওয়ায় কমিটি গঠনের কোনো সভা এখন পর্যন্ত আহবান করেননি। ফলে কোনো কমিটি নাই। জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে না এসে লিখিত অভিযোগ করার কথা বলেছেন। আমরা লিখিতভাবেই তাকে জানাব। অভিযুক্ত প্রধান শিক্ষক মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে কেনো বহি:স্কার করা হয়েছে তা জানতে তিনি যশোর শিক্ষা বোর্ডে অবস্থান করছেন। স্কুলে ক্লাস হচ্ছে না বিষয়ে তিনি বলেন এটা আমার জানা নাই। মৌখিকভাবে সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানান। জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে সহকারী প্রধান শিক্ষকদের দায়িত্ব বুঝে দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, আইনের ভুল বোঝাবুঝি হয়েছে সেটা সমাধান করতেই তিনি বোর্ডে গিয়েছেন বলে জানান। তবে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার সেমিনারে অংশগ্রহণ করায় মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার বলেন, প্রধান শিক্ষক বহি:স্কৃত থাকায় শিক্ষ বোর্ডের নির্দেশ মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান শিক্ষককের কাছে থেকে দায়িত্ব বুঝে নিয়ে সহকারী প্রধান শিক্ষকরে কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। উপজেলা শিক্ষা কর্মকর্তা সেই দায়িত্বপালন না করে ঢাকায় একটি সেমিনারে অংশগ্রহণের জন্য চলে গিয়েছেণ। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। ক্লাস বর্জনের বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের ক্লাস বর্জন করাটা খুবই দু:খজনক। খবর পেয়ে শিক্ষকদের সাথে কথা বলেছেন ক্লাস নেয়ার ব্যাপারে। এবিষয়ে তারা লিখিত অভিযোগ করার পর যদি আমরা কোনো ব্যবস্থা না নিয়ে থাকি তখন তারা ক্লাস বর্জন কর্মসূচী গ্রহণ করতে পারত। ক্লাস বর্জন করা শিক্ষকদের ঠিক হয়নি। তবে পুনরায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা ফোন করেছিলেন। তারপরও শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না । শিক্ষকদের বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষা কর্মকর্তা যদি মোবাইল ফোনে অভিযোগ নিতে না পারেন তবে কেনো মোবাইল ফোনে ক্লাস নেয়ার নির্দেশ দিবেন?