ক্রিকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর ফাইনালে

By মেহেরপুর নিউজ

June 11, 2022

মেহেরপুর নিউজ:

বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা গাজী মেমোরিয়াল স্কুলের কাছে পরাজিত হয় রানার্সআপ হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ লাভ করেছিল মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

জাতীয় পর্যায়ের প্রথম সেমিফাইনাল খেলায় সেই খুলনা গাজী মেমোরিয়াল স্কুলকে বিদায় করে দিয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল জাতীয় পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ৩ উইকেটে খুলনা গাজী মেমোরিয়াল স্কুলকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ের ফাইনালে হারের প্রতিশোধ নেওয়া সহ জাতীয় পর্যায়ে ফাইনাল খেলা টিকিট লাভ করল। সকালে টস জিতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দলের অধিনায়ক প্রতিপক্ষ খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। মেহেরপুরের পক্ষে সোহানুর রহমান ৯.১ ওভার বল করে ৩ মেডিনসহ ৪টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আসিফ ৪৭,মাসুম ২৮, আলিফ ২৮, হিমেল ১৫, পারভেজ ১২ রান করেন।

আগামী ১৩ জুুন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলবে। এদিকে মেহেরপুর জেলা দলের কোচ হাসানুজ্জামান হিলন মেহেরপুর জেলা বাসীর কাছে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য দোয়া চেয়েছেন।