ক্রিকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

April 15, 2022

মেহেরপুর নিউজ:

বিসিবির উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২য় খেলাতেও জয়লাভ করেছে।

শুক্রবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২ উইকেটে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ২৪ রান করে।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষে রাহুল ৬ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২০.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নাইম দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন। সরকারি বালক উচ্চ বিদ্যালয় পক্ষে ইশতিয়াক ৪ টি উইকেট লাভ করেন।