ক্রিকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় রানার্সআপ

By মেহেরপুর নিউজ

May 24, 2022

মেহেরপুর নিউজ:

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় খুলনা বিভাগীয় পর্যায়ে রানার্সআপ । মঙ্গলবার বিকালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে বাগেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ৫০ রানে খুলনা জেলা একাদশের কাছে পরাজিত হয়।

প্রথমে ব্যাট করতে নেমে খুলনা জেলা একাদশ ২৯ ওভারে ১৪১ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের পক্ষে সোহানুর ৫ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৮ ওভারে ৯১ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাফিজুল ৩৫ ও ও সোহানুর ২০ রান করেন।