ক্রিকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

April 14, 2022

মেহেরপুর নিউজ:

বিসিবির উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করেছে।

বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১৫২ রানের বিশাল ব্যবধানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন সর্বোচ্চ ৪৫ এবং কাসাব ৪০ রান করে।

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষে মাহফুজ ৪ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৩.৪ ওভারে ৬০ রান করে সবাই আউট হয়ে যায়। ইমন দলের পক্ষে ২০ রান করেন। আমঝুপির মাধ্যমিক বিদ্যালয়ের রাহুল ৫ টি উইকেট দখল করেন।