নির্বাচন

প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 20, 2019

মেহেরপুর নিউজ, ২০ ফেব্রুয়ারী :

মেহেরপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয়ে ৭ জন করে ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচন করা হবে। মেহেরপুর সদর উপজেলার ১০৮ টি মুজিবনগর উপজেলায় ৩৮ এবং গাংনী উপজেলার ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখাগেছে ক্ষুদে ভোটাররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ছাত্র-ছাত্রীরায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছে এবং প্রিজায়ডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করে। নির্বাচন চলাকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।