শিক্ষা ও সংস্কৃতি

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মূল ভিত্তি——-জেলা প্রশাসক সাহান আরা বানু

By মেহেরপুর নিউজ

October 02, 2011

মাজেদুল হক মানিক,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসক শাহান আরা বানু বলেছেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মূল ভিত্তি। একটি ঘর তৈরী করতে যেমনি বাঁশ পুতে ছাউনি তোলা হয় তেমনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার ভিত তৈরীর মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষার বিভিন্ন স্তরে ভাল ফলাফল অর্জন করে। সেই ভিত্তি আরও মজবুত করার জন্যই সরকার মিড ডে মিল (দুপুরের খাবার) কর্মসুচী গ্রহণ করেছে। তাই এই কর্মসুচী সফলভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন এলাকার সকলের আন্তরিক সহযোগিতা। শনিবার গাংনী উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে

মিল কর্মসুচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী। বক্তব্য রাখেন বামুন্দি ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহা. আলম হোসাইন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমূখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সন্ধ্যাবেলা বাড়ির মুরগি বা ছাগলটি যদি না পাওয়া যায় তাহলে বাড়ির মেয়ে মানুষটি ব্যক্ত হয়ে পড়েন। অনেক খোঁজাখুজি পরিশেষে মাইক বের করা হয়। কিন্তু আপনার সন্তানটি ঘরে ফিরলো কিনা এই খবরটি আপনারা কেউ রাখেননা। একটি মুরগি বা ছাগলের চেয়ে একটি সন্তানের মূল্য অনেক বেশি। সন্ধ্যাবেলা আপনার সন্তান পড়ার টেবিলে বসলো কিনা এই খবরটি নিবেন। সন্ধ্যাবেলা নিয়মিত যদি ওই সন্তানটি যদি লেখাপড়া করে তাহলে আমি অনন্ত গ্যারান্টি দিতে পারি সেই সন্তান নষ্ট সন্তান হবে না। মিড ডে মিল কর্মসুচী এই বিদ্যালয়ের জন্য উপকার হলেও তা অসম্মানের উলে­খ করে তিনি বলেন, দরিদ্র এবং পিছিয়ে পড়া বিদ্যালয় হিসেবেই বিদ্যালয়টি এই কর্মসুচী অন্তভুক্ত হয়েছে। তাই এ কর্মসুচী সুষ্টভাবে বাস্তবায়ন করে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে সেই বদনাম ঘোচাতে পারে তার জন্য এলাকার সকলকেই সহযোগিতার হাত বাড়াতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার বলেন ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া বন্ধ এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষে এ কর্মসুচী চালু করা হয়েছে। এটি সরকারের একার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়। দেশের বিভিন্ন স্থানে মুষ্টির চাউল তুলে মিড ডে মিল কর্মসুচী চালু হয়েছে জানিয়ে তিনি বলেন এলাকার সকলের সহযোগিতায় প্রতিটি বিদ্যালয়ে এটি চালু করার উদ্যোগ নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, গাংনী উপজেলাতে ১৯১টি প্রাথমিক বিদ্যালয় আছে। তার মধ্যে সবচেয়ে হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের হিসেব করে এই বিদ্যালয়টি মিড ডে মিল কর্মসুচীতে অন্তভুক্ত করা হয়েছে।