বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার জেলায় পাশের হার ৯৮ ভাগ

By মেহেরপুর নিউজ

December 24, 2018

মেহেরপুর নিউজ, ২৪ ডিসেম্বর :

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বরাবরের মত মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ সহ জেলায় তাদের শ্রেষ্টত্ব ধরে রেখেছে।

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মেহেরপুর জেলায় পাশের শতকরা হার ৯৮.৬৪ ভাগ। জানাগেছে চলতি সালে মেহেরপুর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মোট ১২,৫৪০ জন পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ১২,১৪২ জন। যার মধ্যে ৫,৭৩০ জন ছাত্র এবং ৬৪১২ জন ছাত্রী রয়েছে। মেহেরপুর সদর উপজেলায় ৪,৭৩০ জন পরীক্ষা দিয়ে ৭১৩ জন জিপিএ ৫ সহ ৪৫৫৬ জন পাশ করেছে।

গাংনী উপজেলায় ৫৭৮০ জনের মধ্যে ৬২১ জন জিপিএ ৫ সহ ৫৫৯৫ জন পাশ করেছে। মুজিবনগর উপজেলায় ২০৩০ জনের মধ্যে ১৭৮ জন জিপিএ ৫ সহ ১৯৯১ জন পাশ করেছে। এবার সদর উপজেলায় ১২৯ টি বিদ্যালয়ে, গাংনী উপজেলায় ১৯৮ টি এবং মুজিবনগর উপজেলায় ৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে।

এদিকে জেলার নাম করা বিদ্যালয় গুলোর মধ্যে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ৯৩ জন পরীক্ষা দিয়ে ৭৪ জন এ+সহ শতভাগ , মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫৭ জন পরীক্ষা দিয়ে ৪৬ জন এ+সহ শতভাগ, গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী ৫৫ জন পরীক্ষা দিয়ে ২৮ জন এ+সহ শতভাগ, মিশন প্রাথমিক বিদ্যালয় ৩০ জন পরীক্ষা দিয়ে ১৭ জন এ+সহ শতভাগ, সন্ধানী স্কুল এন্ড কলেজ ৬৩ জন পরীক্ষা দিয়ে ৫৩ জন এ+সহ শতভাগ, গাংনী প্রি ক্যাডেট একাডেমী ৬৩ জন পরীক্ষা দিয়ে ৪৭ জন এ+সহ শতভাগ পাশ করেছে।

এদিকে ইবতেদায়ী প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে ৬৯৭ জন পরীক্ষা দিয়ে ৬০৩জন পাশ করেছে।