বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক শিক্ষা সমাপনি বৃত্তি পরীক্ষায় সন্ধানী স্কুল এন্ড কলেজের সাফল্য

By মেহেরপুর নিউজ

April 12, 2017

মেহেরপুর নিউজ,১২ এপ্রিল:

মেহেরপুরের গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে প্রাথমিক শিক্ষা সমাপনি বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করছে সন্ধানী স্কুল এন্ড কলেজ। এবছর সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে প্রথমিক সমাপনি পরীক্ষায় ৮১ জন অংশ নিয়ে ৩৭ জন জিপিএ-৫ সহ ২৬ জন বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ২২ জন ট্যালেন্টপুলে ও বাকি ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি রাভ করে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন, তানভির আহামেদ, সাব্বির হাসান অন্তর, মুঈদ রহমান অর্ক, নাফিজ ইকবাল, ফারহানা আবির, মাসুম রেজা, রাইসুল ইসলাম রাব্বি, মাইন আলী, আতিক মুজাহিদ, আনজামুল চেšধুরী, কৌশিকুর রহমান বাধন, সুমাইয়া তাছনিম তামান্না, ফৌজিয়া আশরাফ, হাফসা তাবাসসুম, নুসরাত ইমরোজ, লুবাইনয় জামান, আসমাউল হুসনা, আনিকা আক্তার ইতি, নওশিন আক্তার, নুসরাত জাহান নিঝুম,ঈলিকা মাহজাবিন সিসিম এবং সাধারণ গ্রেডে ইয়াছির আরাফাত প্রাভা খাতুন, আয়েশা সিদ্দীকা, আফসানা মিমি।

মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মহিলা সমাবেশ

গাংনী উপজেলার সন্ধানী সংস্থার উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সন্ধানী সংস্থা মিরনায়তনে সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার সন্তোস রঞ্জন তালুকদার। এর আগে তিনি সন্ধানী সংস্থার বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন।