বর্তমান পরিপ্রেক্ষিত

প্রায় ১০ বছর পর চালু হলো মেহেরপুরের নতুন বাস টার্মিনাল

By মেহেরপুর নিউজ

July 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের যানজট কমাতে প্রায এক দশক আগে মেহেরপুর শহরে প্রবেশমুখে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বাস টার্মিনাল। বাস টার্মিনাল ব্যবহার না করে দূরপাল­ার বাস ও আন্তঃজেলায় চলাচলকারী বাসগুলো হোটেল বাজার মোড় থেকে ছাড়া হচ্ছিল। ফলে সুফল পাচ্ছিল না মানুষ।  যানজট ছিল শহরবাসীর নিত্যদিনের সঙ্গি।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর যানজট মুক্ত শহর দেখছে মেহেরপুরবাসী। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকা থেকে শুরু করে কলেজ মোড় এবং সার্কিটা সড়কে পার্কিং করা গাড়ি মেহেরপুর বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ও দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও বিআরটিএ এর সহযোগিতায় শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাসগুলোকে মালিকপক্ষর উদ্যোগে টার্মিনালে সরিয়ে নিয়ে যান।

জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। জেলা শহরে কোথাও আজ যানজট দেখা যায়নি। পৌরবাসী স্বস্থির নিশ্বাস ফেলেছেন।

গত ২২ জুন জেলাপ্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আঞ্চলিক সড়ক পরিবহণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম , বিআরটিএ প্রতিনিধি জিয়াউদ্দিন, বাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় শহরের যানজট নিরসন, দুর্ঘটনা নিয়ন্ত্রণ, শিশু পার্কে আগত শিশুদের নিরাপত্তা এবং জেলা প্রাণিসম্পদ অফিস ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আগত সেবা প্রত্যাশীদের দুর্ভোগ লাঘবে হোটেল বাজার মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত গাড়ি পার্কিং না করার অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকল গাড়ি পৌর টার্মিনালে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা বাস মালিক সমিতির অনুরোধে ঈদের ছুটি পর্যন্ত সময় দেওয়া হয়। ঐ সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি কমিশনারও ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ও দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও বিআরটিএ এর সহযোগিতায় শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাসগুলোকে মালিকপক্ষর উদ্যোগে টার্মিনালে সরিয়ে নিয়ে যান।  জেলা শহরে কোথাও আজ যানজট দেখা যায়নি। পৌরবাসী স্বস্থির নিশ্বাস ফেলেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিবহণ মালিক ও শ্রমিকরা সহযোগিতা করেছেন। এখন থেকে জেলাপ্রশাসন থেকে নিয়মিত মনিটরিং করা হবে এবং ট্রাফিক বিভাগ সবসময় সক্রিয় থাকবে।

উল্লেখ্য, মেহেরপুর শহরকে যানজট ও পরিবহণ খাতে সুষ্ঠুু পরিবেশ তৈরিতে ২০১০ সালের ১৫ জুন মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে শহরের উপকণ্ঠে ৮ দশমিক ৪০ একর জমির ওপর মেহেরপুর পৌরসভা ইউজিআই প্রকল্পের আওতায় টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। ২০১২ সালের দিকে বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়। এছাড়াও টার্মিনাল ভবনের ভেতর যাত্রী বসার জায়গা, টিকিট কাউন্টার, অজুখানা ও টয়লেট, নামাজের ঘর, হোটেল ও কয়েকটি দোকানও নির্মাণ করা হয়।