ফুটবল

প্রীতি ম্যাচে সত্যসন্ধ্যের দুর্দান্ত জয়

By Meherpur News

July 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়ায় সত্যসন্ধ্য ক্লাবের উদ্যোগে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

রবিবার বিকেলে সত্যসন্ধ্য ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক ঝাউবাড়িয়া সত্যসন্ধ্য ক্লাব ৪-১ গোলে চাঁদবিল একাদশকে পরাজিত করে।

বিজয়ী দলের হয়ে মাহফুজ ২টি, শাকিল ১টি এবং হিমেল ১টি গোল করেন। অপরদিকে, চাঁদবিল একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আজিল হাজী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মতিয়ার রহমান, শাহাবুদ্দিন, সত্যসন্ধ্য ক্লাবের সভাপতি মামলত হোসেন জোরদার, ফেরদৌস আলী, নাজিমুদ্দিন ও শাহিনুজ্জামান।