জাতীয় ও আন্তর্জাতিক

প্রেম মানেনা সীমান্ত আইন।। প্রেমের টানে তেহট্র’র পারুলা পাড়ি জমায় ভবেরপাড়ায় ।। পিতার হস্তক্ষেপে বাড়ি ফিরলেন পারুলা

By মেহেরপুর নিউজ

January 14, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি:

হায়রে প্রেম ! মানেনা কোন বাধা। আর এ্ই প্রেমের টানে ভারতের নদীয় জেলার তেহট্র’র থানার নজরুল ইসলাম দফাদারের মেয়ে কিশোরী পারুলা (১৬) পাড়ি জমায় ভিন দেশে। মঙ্গলবার রাতে জীবনের ঝুঁকি নিয়ে তার কাঁটার বেড়া ডিঙ্গিয়ে অবস্থান নেয় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের প্রেমিক মামুনের বাসায়।

বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার  আন্তর্জাতিক সীমান্তে মেইন পিলার ১০৫-এর কাছে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নাজমুল হক। বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রাম আবদার। আরো উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মফিদুল ইসলাম, কামাল হোসেন, সুলতান মাহমুদ, ভারতের নদীয় জেলার তেহট্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনাল কান্তি মণ্ডল।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভারতের তেহট্ট থানার নজরুল ইসলামের মেয়ে পারুলা খাতুন মঙ্গলবার রাতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে প্রেমিক মামুনের বাসায় আসে। পারুলার পিতা আবেদনের প্রেক্ষিতে নদীয়া পুলিশ সুপার ও মেহেরপুর পুলিশ সুপার ফোনালাপ শেষে পারুলা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে মেহেরপুর পুলিশ। পরে বিজিবির মাধ্যমে বিএসএফের হৃদয়পুর ক্যাম্পে চিঠি পাঠালে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হস্তান্তর করা হয় বলে জানান ওসি।