বর্তমান পরিপ্রেক্ষিত

ফরিদপুরের বসন্তপুরে জেআর পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।। চালক ও হেলপার সহ ১০ জন আহত

By মেহেরপুর নিউজ

March 04, 2012

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ: ফরিদপুর-রাজবাড়ি সড়কের বসন্তপুর নামক স্থানে মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে আর পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে গাড়ির চালক ঝিনাইদহের নজির ও হেলপার সুমন সহ ১০ জনের মতন যাত্রী। আহত চালক ও হেলপার বর্তমানে তিনি ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাত্রীদের মধ্যে রয়েছে,চালকের পিছনের আসনের বসা এ্যাড.রুস্তম আলী ও স্ত্রী,এস আই মারুফ ,রতন সহ অনেকে। গাড়ির যাত্রীরা জানিয়েছেন, চালকের দুরদর্শীতার কারনে বড় ধরনের দূর্ঘটনা থেকে পরিত্রান পাওয়া গেছে । ট্রাকের চালক এক সাইকেল আরোহীকে চাঁপা দেওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে জে আর পরিবহনের মুখোমুখি এসে মারে। জানা যায়,আজ রোববার সকালে মেহেরপুর থেকে( ৫.৪৫ মিনিটে) ছেড়ে আসা জে আর পরিবহনের গাড়ি ফরিদপুর-রাজবাড়ি সড়কের বসন্তপুর নামক স্থানে পৌছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি বাসের সম্মুখভাগে এসে আঘাত করে।