আইন-আদালত

ফলোআপ :: বন্ধুকযুদ্ধে নিহতরা চরমপন্থি দলের সদস্য

By মেহেরপুর নিউজ

December 06, 2016

মেহেরপুর নিউজ,০৬ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে তিন চরমপন্থি নিহত হয়েছে। নিহতরা হলেন: গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৭), চাঁদ আলীর ছেলে মহিবুল ইসলাম (২৪) এবং একই উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ফকির মহাম্মদের ছেলে তুহিন হোসেন (২১) । মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ওই গ্রামের খবির উদ্দিনের একতা ইটভাটার পাশে বন্ধুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত তিন চরমপন্থির বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা এলাকার চিহিৃত মাসুদ-পিচ্চি বাহিনীর নতুন সদস্য বলে জানা গেছে। তবে পুলিশের দাবি তারা কোনো না কোনো চরমপন্থি দলের সদস্য। তবে নিহতদের পরিবার থেকে তাদের কখন আটক করা হয়েছে বা কি করতে তারা কখন বাড়ি থেকে বের হয়েছে কিছুই জানা যায়নি। এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) সহ ৬ সদস্য আহত হয়েছে। তারা হলেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) জালাল উদ্দিন, গাংনী থানার এস আই বখতিয়া হোসেন, গোয়েন্দা পুলিশের কনষ্টেবল । পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটার গান, ২ রাউন্ড তাজা গুলি,২টি রামদা ও ২টি হাত বোমা উদ্ধার করেছে। এদিকে বন্ধুকযুদ্ধে তিন চরমপন্থি নিহত হওয়ায় এলাকার ইটভাটা ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঘটনাস্থলে উৎসকু জনতার মাঝে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৪/১৫ জনের একটি চাঁদাবাজ দল চলতি বছরে ইটভাটা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ভাটা মালিকের নিকট থেকৈ চাঁদা আদায় করে আসছিল। ঘটনার সময় তারা উপজেলার মটমুড়া গ্রামের খবর উদ্দিনের ইটভাটার পাশের ডাকাতির নাশকতার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদের নেতৃত্বে ওসি সহ গাংনী থানা ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল সেখানে অভিযান চালায়।

ওসি জানান, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর আক্রমন চালায়। পুলিশ তাদের চ্যাল্ঞ্জে করে পাল্টা অক্রমন চালালে তাদের বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্ধুকযুদ্ধে গুলিবদ্ধ হয়ে তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরির্দশক (এস আই) জালাল উদ্দিন, গাংনী এস আই বখতিয়ার হোসেনসহ গোয়েন্দা পুলিশের আরো চার কনষ্টেবল আহত হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সকালে ঘটনাস্থল থেকে নিহত তিন চাঁদাবজের লাশ উদ্ধার করে গাংনী থানা চত্বরে নেয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটার গান, ২ রাউন্ড তাজা গুলি, ২টি রামদা ও ২টি হাত বোমা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, এদিকে দুপুরের দিকে নিহতের পরিচয় সনাক্ত হলে ময়না তদন্তের জন্য তাদের মরদেহ মেহেরপুর মর্গে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মেহেরপুর মর্গে গিয়ে দেখা যায় শুধুমাত্র ভোলাডাঙ্গার তুহিন হোসেনের লাশ নেয়ার জন্য তার প্রতিবেশীরা এসেছেন। তবে মানিকদিয়ার মরদেহ দুটি নিতে তার পরিবার বা কেউ সেখানে যান। নিহত চরমপন্থি তুহিনের প্রতিবেশী জাফর উল্লাহ বলেন, তুহিনের বাবা মানসিক রোগী। তার বড় ভাই মালয়েশিয়া প্রবাসি এবং ছোট একটি ভাই রয়েছে। তাই তারাই এসেছেন তার মরদেগ নিয়ে যেতে। তবে তুহিন সম্পর্কে তুহিন সম্পর্কে তারা তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান সাংবাদিকদের জানান, নিহতরা প্রত্যেকেই কোনো কোনো চরমপন্থিদলের সক্রিয় সদস্য। তবে আমরা এখনো নিশ্চিত না তারা কোন দলের সদস্য। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের দল সনাক্ত করার জন্য। তিনি আরো বলেন, বেশে কিছুদিন ধরে তারা ইটভাটায় চাঁদাদাবি করার সময় চিরকুটে কখনো এমএল (জনযুদ্ধ) আবার কোনোটিতে লাল পতাকা (জনযুদ্ধ) বলেও নিজেদের দাবি করেছে । তবে এ দুটির কোনো একটি দলের সদস্য হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। তবে তারা মাসুদ-পিচ্চি বাহিনীর সদস্য কিনা তা পুলিশ নিশ্চিত নয়। পুলিশ সুপার আরো জানান, ইটভাটা ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ পৃথকভাবে তদন্ত করে অভিযোগের সত্যাতা পেতে থাকে। এরই মধ্যে মঙ্গলবার ভোর পোনে চারটার দিকে খবর পাওয়া যায় তারা মটমুড়া গ্রামে একত্রিত হয়ে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালাচ্ছিল। তাৎক্ষনিক অভিযান চালালে তাদের বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্ধুকযুদ্ধে তারা তিন জন নিহত হয়। গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান তাদের পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের বিরদ্ধে এলাকাতেও চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে। একতা ইভাটার মালিক খবির উদ্দিন বলেন, দির্ঘ ১৮ বছরের ইটভাটা ব্যবসায় মাত্র ৩ বছর চাঁদা না দিয়ে ব্যবসা করতে পেরেছেন। কয়েকদিন আগেও এই নিহত সন্ত্রাসীদের তিনি বেশ কিছু টাকা চাঁদা দিয়েছেন। আবারও তারা চাঁদা দাবি করে প্রাণ নাশের হুমকি দিয়েছিল। গাংনীর আনারুল ব্রিকস’র মালিক ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, তিন চরমপন্থি নিহত হওয়ায় এলাকায় ইটভাটা মালিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তিনি আরো বলেন, গত ২৫ নভেম্বর রাত আড়াইটার দিকে তার ইটভাটাতেও গাংনীর মাসুদ ও পিচ্চি বাহিনীর একদল চাঁদাবাজ তার ভাটা শ্রমিকদের মারধর করেছে এবং চাঁদা চেয়ে হুমকি দেয়। তাদের মধ্যে নিহত ওই তিন জনও ছিলেন বলে তিনি দাবি করেন।