খেলাধুলা

ফুটবল প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে শেষে সনদপত্র লাভ

By মেহেরপুর নিউজ

December 22, 2020

মেহেরপুর নিউজ :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে খুলনা বিভাগীয় বিকেএসপি মাঠ এর ৫ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ শেষে সনদপত্র লাভ করেছেন।

মেহেরপুর জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি ও চাঁদবিল শেরেবাংলা ক্লাবের ফুটবল কোচ আব্দুল মালেক।

মঙ্গলবার বিকেলে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। বিকেএসপির ডাইরেক্টর মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কোচ পরিতোষ কুমার, সালাউদ্দিন আহমেদ।