ইতিহাস ও ঐতিহ্য

অমর ২১ ।। ফুলের চাদরে ঢাকা পড়ছে শহীদ মিনারের বেদী

By মেহেরপুর নিউজ

February 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ ফেব্রুয়ারি: একুশের ১ম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে মহান একুশ আন্তজার্তিক মাতৃভাষা দিবসের কর্মসূচীর সুচনা হলো। রাত ১২  টা ১ মিনিটে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ,মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন,পুলিশ সুপার কেএম নাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী একত্রে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদার্ঘ অর্পন করেন

পরে একে একে পুষ্পার্ঘ অর্পন করেন মেহেরপুর পৌর সভার পক্ষে মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন অফিসের পক্ষে সিভিল সার্জন ডা. আবদুস শহীদ,ভাষা সৈনিক ইসমাউল হোসেন,মেহেরপুর সরকারী েকলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. এবি এম রেজাউল করিম,মেহেরপুর সরকারী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম শফিকুর রহমান,এলজিউডির পক্সে নির্বাহী প্রকৌশলী,গনপূর্তর পক্ষে নির্বাহ পক্যেশলী আহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের পক্ষে সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা বিএনপি’র পক্ষে সাবেক এমপি মাসুদ অরুন,নবাগত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে সহসভাপতি নুরুল আহমেদ, মেহেরপুর পাবলিক লাইব্রেরী পক্ষে হাসানুজ্জামান মালেক,জেলা যুবলীগের পক্ষে সভাপতি সাজ্জাদুল আনাম,জেলা ছাত্রলীগের পক্ষে আবদুল্লাহ আল মামুন তুর্য, জেলা যুবদলের পক্ষে নেতাকর্মীরা,জাগো মেহেরপুরের পক্ষে সোয়েব রহমান, প্রথম আলো বন্ধু সভার পক্ষে সদস্যরা, উপজেলা কৃষক লীগের পক্ষে সভাপতি জাফর ইকবাল, অরনী থিয়েটার পক্ষে সদস্যরা, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের পক্ষে সভাপতি মানিক হোসেন, সাহিত্য পরিষদের পক্ষে সিস্যরাম শিকড়ের পক্ষে সম্পাদক মুজাহিদ মুন্না, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষে কর্মকর্তারাএছাড়া বিভিন্ন শ্রেণী পেশার হাজার মানুষ শেঞীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসেন শঞীদ সামসুজ্জোহা পার্কে।এদিকে, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্য দিয়ে নিরাপত্তা বেষ্টনীর সাহায্য মানুষজন নিভিঘ্নে তাদের শ্রদ্ধা নিবেদন করে সন্তোষ প্রকাশ করেছেন।

আমঝুপি: আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চত্বরের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেছেন সদর উপজেলা ভাইস চেয়ার‌্যান আব্দুল মালেক মোল্লা, আমঝুপি ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সভাপতি বোরহান উদ্দিন চুন্নুও সধারন সম্পাদক মতিয়ার রহমান,অিামঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মামুল ইসলাম আমঝুপি পাবলিক ক্লাবের পক্ষে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।