আইন-আদালত

ফুল নেবে না মামলা…

By মেহেরপুর নিউজ

January 01, 2017

মেহেরপুর নিউজ,০১ জানুয়ারী: ইংরেজি নববর্ষের ১ম দিন আজ রবিবার। সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের অভিযান। হাতে গোলাপ ফুলের তোড়া। শহরের কোর্ট মোড় এলাকায় ফুল দেখে প্রশ্ন করায় ট্রাফিক সার্জেন্ট ফিরোজ আহমেদ বলেন, ফুল নিবেন না নাকি মামলা খাবেন। কথা শুনে থমকে গেলাম। তখন তিনি বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে শহরকে যানজট মুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল অভিযান পরিচালনা করা হচ্ছে। বছরের প্রথম দিন হিসেবে যাদের মোটরসাইকেলের বৈধ কাগজ আছে তাদের নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে একটি লাল গোলাপ উপহার দেওয়া হচ্ছে। আর যাদের বৈধ কাগজপত্র নাই তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ফিরোজ আহমেদ জানান, বিকাল ৩টা পর্যন্ত প্রায় শতাধিক মোটরসাইকেল পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। এর মধ্যে কাগজপত্র ও হেলমেট থাকায় অর্ধশতাধিক ব্যাক্তিকে ফুলের শুভেচ্ছা ও কাগজপত্র না থাকায় বাকি গুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মেহেরপুর সদর থানার ট্রাফিক সার্জেন্ট শ্যামল, টিপু সুলতানসহ ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যরা এ অংশ নেন।