বর্তমান পরিপ্রেক্ষিত

ফেরদৌস আরা চুনীর ১ম মৃত্যুবার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

November 26, 2018

মেহেরপুর নিউজ,২৬ নভেম্বর: মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেনের বোন ফোরদৌস আরা চুনীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে চুনীর স্মরণে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রীকে অর্থ সাহায্য দেওয়া হয়। পরে, দুপুরে মেহেরপুর সরকারী শিশু পরিবার ও মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের মাঝে দুপুরের উন্নত মানের খাবার দেওয়া হয়। বিকালে চুনীর পিতা মরহুম ছহিউদ্দিনের বাসভবনে পারিবারিক আয়োজনে তার আত্মার মাগফেরাত কামনা করে বাড়িতে মহিলাদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত চুনীর স্বামী মাহফুজ কবির আহমেদ রিঙ্কু জানান, চুনীর স্মৃতি রক্ষায় চুনী ফাউন্ডেশন করা হয়েছে। এই ফাউন্ডেশনের কাজ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, প্রতি মাসে বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের মাঝে সাবান বিতরণ করা সহ সামাজিক কল্যানমূলক কাজ করা। তার অবর্তমানেও তার সন্তানেরা এই কাজ চালিয়ে যাবে বলে পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়েছে। তার ছোট ছেলে রোহান ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে অধ্যায়নরত। এবং বড় ছেলে রিফাত অস্ট্রেলিয়ায় একটি সেভেন স্টার হোটেলে কর্মরত। চুনী মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেনের ছোট বোন ছিলো। ঢাকায় বসবাসরত অবস্থায় গতবছর আকস্মিক হৃদযন্ত্রে আক্রান্ত হলে তার মৃত্যু হয়।