মেহেরপুর নিউজ:
ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করার প্রতিবাদ করায় নাহিদ (১৮) ও মোঃ জাহিদ (২২) নামের দুই ভাইকে ছুরিকাহত করা হয়েছে। বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর জিয়ালা পাড়ায় এ ছুরিকাহতের ঘটনা ঘটে। আহত নাহিদ ও মোঃ জাহিদ মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর জিয়ালাপাড়া হাসেম আলীর ছেলে।
জানাগেছে বৈকন্ঠপুর গ্রামের আবু বক্কর এর ছেলে বিজয় হাসেম আলীর ছেলে নাহিদের একটি অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। এ ঘটনায় নাহিদ প্রতিবাদ করতে গেলে নাহিদকে৷ ছুরি দিয় তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় তার ভাই জাহিদ প্রতিবাদ করতে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত নাহিদ ও জাহিদকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া করা হয় । আহত নাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।