আইন-আদালত

ফ্রিজে রাখা মাংস বিক্রি করার অভিযোগে মাংস বিক্রেতার ১ বছরের প্রবেশন সাজা

By মেহেরপুর নিউজ

September 01, 2022

মেহেরপুর নিউজ:

ফ্রিজে রাখা মাংস বিক্রি করার অভিযোগে আলী হোসেন নামের এক মাংস বিক্রেতাকে ১ বছরের প্রবেশন সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারক এসএম শরিয়ত উল্লাহ তাকে ১বছরের প্রবেশন সাজা দিয়ে সংশোধন হওয়ার আদেশ জারি করেছেন।

জানা গেছে মেহেরপুর মাংস বাজারে ফ্রিজিং করা বাসি ছাগীর মাংস বিক্রি করা অবস্থায় মেহেরপুর শহরের চক্রপাড়া আলী হোসেনের ছেলে মাংস বিক্রেতা মোঃ সাজুর মাংসের দোকানে অভিযান চালান হয়। এ সময় সেখান থেকে ফ্রিজিং করা ৮ কেজি মাংস জব্দ করা হয়। এবং নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং বিশুদ্ধ খাদ্য-১৩/২২।

এদিকে অভিযান চলাকালে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে মাংস ব্যবসায়ী সাজুর পিতা মোঃআলীকে আটক করে বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির করা হয়।পরে বিজ্ঞ বিচারক এসএম শিয়তউল্লাহ তাকে ১বছরের প্রবেশন সাজা দিয়ে সংশোধন হওয়ার আদেশ জারি করেন। জব্দকূত মাংস মেহেরপুর দারুল উলুম হেপজোখানাতে দেওয়া হয়েছে।মেহেরেপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহামুদ বাদী হয়ে নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে ধারা ২৬,৩৪ও ৪০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।