কবিতা

বইমেলা উদ্বোধন করে রেকর্ড করলেন প্রধানমন্ত্রী

By মেহেরপুর নিউজ

February 02, 2019

ডেস্ক নিউজ,০২ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত ১৬ বার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন। এর আগে রাষ্ট্রপ্রধান হিসেবে এতবার কেউ বই মেলার উদ্বোধন করেননি। ফলে কার্যত বইমেলা উদ্বোধন করে রেকর্ড সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বইমেলা ৪০ বছরে পর্দাপণ করল। শুক্রবার বইমেলার উদ্বোধন করতে এদিন প্রধানমন্ত্রী ঠিক ৩টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মিসরীয় সাংবাদিক-গবেষক মহসিন আল আরিশির আরবিতে লেখা ‘হাসিনা হাকাইক আসাতি’ বইটির একটি কপি এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। মুসলিমপ্রধান একটি দেশে একজন নারী হয়ে নেতৃত্বে এসে শেখ হাসিনা কীভাবে মানুষের দিনবদলের রূপকার হয়ে উঠলেন, সেই বিবরণ এ বইয়ে তুলে ধরেছেন আরিশি। বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে বাংলা একাডেমি, যার নাম ‘শেখ হাসিনা: যে রূপকথা শুধু রূপকথা নয়’। উদ্বোধনের পরে গ্রন্থমেলার স্টলগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এবারের গ্রন্থমেলায় ৫২৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া ১৮০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানের ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানের ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রন্থমেলা উন্মুক্ত থাকবে। এছাড়া ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।