সাহিত্য

বউদিন, হাসিটুকু থাক

By মেহেরপুর নিউজ

June 08, 2017

তারিক-উল ইসলাম: হয় নাকি এমন! হোক বা না হোক, বলিই না বউদিন। বলিই না বেলীদিন। একদিনে অনেকদিন, অনেক দিন পরেও সেই একদিন, একটাই দিন। বিয়ের দিন। রোজ তো আর মুখে হয় না বলা, এই দিনে বেলীকে বলেই ফেলি- ভালোবাসি, সরাসরিই বলি- ভালোবাসি, ভালোবাসি। হাসে সে। বলে, ভালোবাসার কথা শুধু বলার নয়, অনুভবই অাসল। তবু শুনতে লাগে ভালো। জানালা গলিয়ে চোখে এসে পড়ে রোদ-আলো। শুরু হয় নতুন সকাল। হাসে গাছের পাতারা। সবুজ আরও সবুজ হয়। বাতাস অারও দোলা দিয়ে যায়। গুনগুনিয়ে গাই গান- এ শুধু গানের দিন, এ লগনও গান শোনাবার/ এ তিথি শুধু গো যেন তোমারও আমার/ এ শুধু গানের দিন , এ লগনও গান শোনাবার…. ।