বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

By মেহেরপুর নিউজ

March 17, 2024

মেহেরপুর নিউজঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষ ভাবে নির্মিত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জেলা বাসি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এস এম নাজমুল হক , মেহেরপুর জেলাপরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ,পৌরসভার পক্ষে পৌর মেয়র মোঃ মাহাফুজর রহমান রিটন,মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃঅলোক কুমার দাস , মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপির পক্ষে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত,মেহেরপুর সদর উপজেলা পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লতিফন নেছা লতা, উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজিব হাসান , জেলা যুবলীগের পক্ষে আহবায়ক মাহাফুজর রহমাম রিটন, যুব মহিলা লীগের পক্ষে রোজিনা খাতুন, মেহেরপুর গণপূর্ত বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক ফিরোজ আহমেদ , মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক নীলা হাফিয়া,মেহেরপুর পাবলিক লাইব্রেরির পক্ষে পিপিপল্লব ভট্টাচার্য, সমবায় অফিসের পক্ষে রোকনুজ্জামান তুষার, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে সাইদুর রহমান , মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের পক্ষে মামুনুর রশিদ ,টিটিসি’র অধক্ষ্য আরিফ হোসেন তালুকদার, জেলা শিক্ষা অফিসের পক্ষে শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরনা আক্তার , জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা,জেলা ছাত্রলীগের পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাঁধনসহ মেহেরপুর জেল পুলিশ, পিটিআই, জনস্বাস্থ্য বিভাগ, এলজি ইডি, কৃষি বিভাগ,প্রানী সম্পদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিআরটিএ, সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।