বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ পেতাম না . . . জেলা পরিষদের চেয়ারম্যান

By মেহেরপুর নিউজ

September 24, 2018

মেহেরপুর নিউজ, ২৪ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজকে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারতাম না। গোলাম রসুল বলেন দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনাদের সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে। গোলাম রসুল সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট। চিকিৎসা প্রযুক্তিবিদ বিএমবিপি ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন মেহেপুর জেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। জেলা শাখার সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে মত বিনিময সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোসারেফ হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বেলাল, জেলা শাখার সম্পাদক সফিউল আযম প্রমূখ। এর আগে একেএম ফজলুল হককে সভাপতি। সফিউল আযমকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট (চিকিৎসা প্রযুক্তিবিদ) পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মমিনুর হক, মহাবুল ইসলাম, ওমর ফারুক, ইসরাফিল, যুগ্ন সম্পাদক হিরোক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙীর আলম, অর্থ সম্পাদক আসমাউল, দপ্তর সম্পাদক আলাল উদ্দীন, প্রচার সম্পাদক রাসেল খান, ছাত্র চিকিৎসা ও সম্পাদক খায়রুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আলিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক সোরয়ার জাহান, আইন সম্পাদক জনি, তথ্য ও গবেষনা সম্পাদক সামিউল, মহিলা বিষয়ক সম্পাদক মিনতি দাস, নির্বাহী সদস্য মামনুর রশীদ, ফজলুর রহমান, গৌরাঙ্গ ও রানা আহাম্মদ।