বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু‘র জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের ট্রাউজার, ট্রাকশুট প্রদান

By মেহেরপুর নিউজ

April 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) মেহেরপুর জেলা দলের খেলোয়াড় ও কোচদের উন্নত মানের ট্রাউজার, ট্রাকশুট প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসে খেলোয়াড় ও কোচসহ মোট ৩৮ সেট উন্নত মানের ট্রাউজার, ট্রাকশুট প্রদান হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ট্রাউজার, ট্রাকশুট তুলে দেন। সম্প্রতি খুলনা বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) মেহেরপুর জেলা দল অংশগ্রহণ করে।