বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে মুজিবনগরে আলোচনা সভা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

By মেহেরপুর নিউজ

May 29, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) নাজমুস সাদাত।এর আগে একটি র‍্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে র‍্যালিটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে জলপাই বৃক্ষরোপন করা হয়।