বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন গাংনী সরকারী ডিগ্রী কলেজে ট্রফি সহ ২০ হাজার টাকা এবং রানার্স আপ মেহেরপুর সরকারি কলেজকে ট্রফিসহ ১৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা সমবায় কর্মকর্তা প্রবাস চন্দ্র বালা,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।