বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবলে এআরবি কলেজ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

June 07, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজ জয়লাভ করেছে।

বুধবার সকালে অনুষ্ঠিত খেলায় এ আর বি কলেজ টাইব্রেকারে (১)-৪-১ (১) গোলে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। খেলায় প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় সন্ধানীর রাব্বি হেড করে গোলরক্ষক মিনারুলকে পরাস্ত করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ারদের ৭ মিনিটের মাথায় এআরবি কলেজের ওয়াসিম গোল করে খেলার সমতা ফেরান। নির্ধারিত সময়ে কোন পক্ষয় আর কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটে।

খেলায় এআরবি কলেজের পক্ষে ৪টি শর্ট নিয়ে ৪টি গোল করেন। অপর পক্ষে সন্ধানী ৪ টির মধ্যে ১টি গোল করেন। এআরবি কলেজের শাকিল, রিপন, ওয়াসিম এবং তুহিন ১টি করে গোল করেন। সন্ধানীর পক্ষে স্পটকিকে সাইদুর গোল করেন। খেলাটি পরিচালনা করেন আব্দুল কুদ্দুস। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু ও আশিক। চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করেন ফারহা হোসেন লিটন।